
নিউজ ডেস্কঃ রাজধানীর রামপুরায় ৯ তলা ভবনের ছাদ থেকে পড়ে মিঠু রায় (২৫) নামে ১ যুবক নিহত হয়েছেন।আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামপুরা উলন রোডে থাই প্লাস্টিক অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। নিহত মিঠু রায় বরিশালের গৌরনদী উপজেলার কলাবাড়িয়া গ্রামের রাফেল রায়ের ছেলে।
নিহতের ফুফাতো ভাই উজ্জল জানান, ৯ তলা ওই ভবনের পানির ট্যাংক পরিস্কারের জন্য তারা ৪ জন সেখানে যান। রাত ৭টার দিকে কাজ করার সময় পা ফসকে মিঠু রায় ৯ তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।