
নিউজ ডেস্ক : আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘সহায়ক সরকার ও গ্রহণযোগ্য সরকার বলে সংবিধানে কিছু নেই। সাংবিধানিকভাবে শেখ হাসিনা সরকারই সহায়ক ও গ্রহণযোগ্য সরকার। আজ বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ শিল্পকলা একাডেমী চত্বরে গোপালগঞ্জ সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের সময় যে পরিস্থিতি সৃষ্টি করেছিল তা করলে খবর আছে। তখন জনগণ অতিষ্ঠ হয়ে তাদের প্রতিরোধ করেছিল। আগামী নির্বাচনে সন্ত্রাসী কর্মকান্ড, জঙ্গিতৎপরতা ও মানুষ হত্যা করলে জনগণ গণআন্দোলন গড়ে তুলে প্রতিহত করবে। জনগণের প্রতিরোধের মুখে পাকিস্তানে পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না।’
শেখ ফজলুল করিম সেলিম আরও বলেন, অভিশপ্ত বাংলাদেশের সর্বত্র হানাহানি বিরাজ করতো। উন্নয়ন ছিল না। বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ অভিশাপ ও কলঙ্ক মুক্ত হয়েছে। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ১০ টি পদ্মাসেতু করার সক্ষমতা অর্জন করেছি। আগামী নির্বাচনে সন্ত্রাসী, জঙ্গি, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আপনাদের ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে তিনি দাবা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেন।
গোপালগঞ্জ সোস্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন অর রশিদ মিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.খোন্দকার নাসির উদ্দিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।