
নিউজ ডেস্ক : পুলিশ সুপার (এসপি) পদে ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বদলিকৃতরা হলেন- ডিএমপির উপপুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেকে পুলিশ সুপার জামালপুর, জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীনকে পুলিশ সুপার চুয়াডাঙ্গা, কেএমপির উপপুলিশ কমিশনার মো. জিয়াউল হককে পিটিসি টাঙ্গাইলের পুলিশ সুপার, এনটিএমসি এর সিনিয়র ইঞ্জিনিয়ার ট্রান্সমিশন (পুলিশ সুপার) এ এফ এম আনজুমান কালামকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার, সিএমপির উপপুলিশ কমিশনার পরিতোষ ঘোষকে কুমিল্লা অঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, কুমিল্লা অঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার, এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানকে পুলিশ সুপার সুনামগঞ্জ, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।