News71.com
 Bangladesh
 15 Mar 17, 10:26 PM
 213           
 0
 15 Mar 17, 10:26 PM

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ : ভূমিমন্ত্রী

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ : ভূমিমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. শামসুর রহমান শরীফ। বুধবার (১৫ মার্চ) দুপুরে বরিশাল সার্কিট হাউসে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘণবসতি পূর্ণ দেশ। এরপর ভারতের অবস্থান। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে ১২শ’ মানুষ বাস করে।

ভূমিমন্ত্রী বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের জন্য আমরা কোন ধরণের ভূমির ব্যবহার করবো তার জন্য প্লানিংয়ের (পরিকল্পনা) মাধ্যমে জমির প্রকার চিহ্নিত করতে হবে। এরপর মৌজা থেকে প্লট পর্যন্ত জোনিং করা হবে। বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন