
নিউজ ডেস্ক : বগুড়ার শহরের ছিলিমপুর এলাকায় অবস্থিত হোটেল নাজ গার্ডেন থেকে শাহ মাহমুদুল হাসান (৩৩) নামে ভুয়া এক মেজরকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক শাহ মাহমুদুল হাসান চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার সামনীপাড়ার মৃত এজাবত উল্যাহর ছেলে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, বুধবার আটক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে নাজ গার্ডেনের চতুর্থ তলার একটি কক্ষ ভাড়া নেন। পরে বিকেলের দিকে হোটেলে অবস্থানকারী ভুয়া মেজরের কাছে অজ্ঞাত পরিচয়ের এক যুবক আসেন। এতে সন্দেহের সৃষ্টি হলে হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেলে আসেন এবং মেজর পরিচয়দানকারী শাহ মাহমুদুল হাসানকে সেখানেই জিজ্ঞাসাবাদ শুরু করেন।
জিজ্ঞাসাবাদে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ভুয়া পরিচয়ের বিষয়টি ধরা পড়ে। পরে তাকে আটক করে সদর থানা পুলিশ নিয়ে যায়। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।