News71.com
 Bangladesh
 15 Mar 17, 10:20 PM
 183           
 0
 15 Mar 17, 10:20 PM

বকেয়া পরিশোধ না করায় ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে ১০ মামলা

বকেয়া পরিশোধ না করায় ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে ১০ মামলা

নিউজ ডেস্ক : শ্রম আইনের ২১৩ ধারা মোতাবেক বকেয়া পরিশোধ না করায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১০ টি মামলা করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) ঢাকার তৃতীয় শ্রম আদালতের সেরেস্তা সহকারী জামাল উদ্দিন জানান, মঙ্গলবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদের আদালতে গ্রামীণ টেলিকমের ১০ কর্মী বাদী হয়ে মামলাটি করেন।

জামাল উদ্দিন জানান, ইউনূসের বিরুদ্ধে মামলা করায় আদালত থেকে তাঁর কাছে সমন পাঠানো হবে। তবে এখনো মামলার তারিখ নির্ধারণ করা হয়নি। এ ছাড়া ড. ইউনূসের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার বকেয়া রয়েছে বলে শ্রম আইনে পরিশোধের জন্য মামলা করা হয়েছে।

আরজি থেকে জানা যায়, বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনে এক তৃতীয়াংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। এই প্রতিষ্ঠানের মুনাফাকর্মীদের মধ্যে বণ্টন করে দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা দেওয়া হয়নি। সে কারণে এ মামলাটি করা হয়েছে।

মামলার বিবাদীরা হলেন, গ্রামীণ টেলিকম, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া নথিতে দেখা যায়, কর্মীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট জাফরুল হাসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন