
নিউজ ডেস্কঃ ইভটিজিংয়ের দায়ে ভোলায় কমল (২০) নামের এক যুবককে আজ বুধবার দুপুরে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, নির্বাহি ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আজ বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালায়।
এ সময় ইভটিজিংয়ের দায়ে ওই এলাকা থেকে কমলকে আটক করা হয়। পরে আদালত তাকে দণ্ডবিধির ৫০৯ ধারায় এক বছরের বিনাশ্রম করাদণ্ডাদেশ দেন। নির্বাহি ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান আমাদেরকে জানান, ইভটিজিংয়ের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।