News71.com
 Bangladesh
 15 Mar 17, 10:06 PM
 208           
 0
 15 Mar 17, 10:06 PM

সীতাকুণ্ডের চৌধুরীপাড়া গ্রামে আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান ।।

সীতাকুণ্ডের চৌধুরীপাড়া গ্রামে আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান ।।

 

নিউজ ডেস্কঃ সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামে আরেকটি  জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ অভিযানে র্যাধব-পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন বিশেষায়িত বাহিনী সোয়াতের সদস্যরা। এছাড়া পুলিশের সাজোয়া যান ঘটনাস্থলে পৌঁছেছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান বলেন, ‘বিকেল ৪টার দিকে তারা ওই বাড়ির নিচ তলায় প্রবেশ করতে চাইলে ভিতর থেকে জঙ্গিরা দরজা খুলে গ্রেনেড হামলা চালায়। এ সময় সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক আহত হন। পরে অতিরিক্ত ফোর্স এনে ওই বাড়ি ঘিরে ফেলা হয়। মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। আহ্বানে সাড়া না দেয়ায়  রাত সাড়ে ৮টার দিকে র্যা।ব-পুলিশ ও সোয়াতের সদস্যরা সদস্যরা অভিযান শুরু করে।’

এর আগে সীতাকুণ্ড পৌর শহরের ১টি জঙ্গি আস্তানা থেকে ১ দম্পতিকে গ্রেফতার   করেছে পুলিশ। তারা হলেন- মো. জসিম উদ্দিন (৩০) ও আরজিনা বেগম (২৩)। এ সময় তাদের ৪ বছর বয়সী শিশু সন্তান সঙ্গে ছিল। এছাড়া ওই জঙ্গি  আস্তানা থেকে ২টি বিদেশি অস্ত্র ও ৫-৬ টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন