News71.com
 Bangladesh
 15 Mar 17, 09:39 PM
 173           
 0
 15 Mar 17, 09:39 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে লিসবনে নানা আয়োজন।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে লিসবনে নানা আয়োজন।।

 

নিউজ ডেস্কঃ পর্তুগালের রাজধানী লিসবনে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করা হবে। পর্তুগালের বাংলাদেশ দূতাবাস উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

লিসবনের ইন্তেন্দি সুপারসপ লিডলের পাশে রুয়া মারিয়া দ্য ফন্তে ১১৭০-২২০ সড়কে, মের্কাডো দ্য কালচারাল হলে বাংলাদেশিদের পরিবার ও শিশুদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দূতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

১৭ মার্চ শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে থাকবে শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণসহ নানা আয়োজন। আয়োজনটিতে সহযোগিতায় থাকবে লিসবনের Junta de Freguesia Arroios নামের সংগঠন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন