
নিউজ ডেস্কঃ পর্তুগালের রাজধানী লিসবনে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হবে। পর্তুগালের বাংলাদেশ দূতাবাস উদ্যোগে দিবসটি উদ্যাপন করা হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
লিসবনের ইন্তেন্দি সুপারসপ লিডলের পাশে রুয়া মারিয়া দ্য ফন্তে ১১৭০-২২০ সড়কে, মের্কাডো দ্য কালচারাল হলে বাংলাদেশিদের পরিবার ও শিশুদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দূতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
১৭ মার্চ শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে থাকবে শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণসহ নানা আয়োজন। আয়োজনটিতে সহযোগিতায় থাকবে লিসবনের Junta de Freguesia Arroios নামের সংগঠন ।