News71.com
 Bangladesh
 15 Mar 17, 07:30 PM
 185           
 0
 15 Mar 17, 07:30 PM

টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

 

নিউজ ডেস্ক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এলাকাভিত্তিক কাঁচামালের সহজলভ্যতা বিবেচনা করে দেশ জুড়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা হচ্ছে। বুধবার (১৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই মেলা-২০১৭ এর উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পাঁচ দিন ব্যাপী এ মেলার আয়োজক শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন।

অনুষ্ঠানে টেকসই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের বিকাশে সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, এসএমই খাতের প্রসারে সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণ, তথ্য ও গবেষণা সেবা, সহজ শর্তে ও সিঙ্গেল ডিজিটে ঋণ সুবিধা, পণ্যের গুণগত মানোন্নয়ন এবং বিপণনে সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এসএমই খাতে দক্ষ নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্প নগরীগুলোতে শতকরা ১০ ভাগ প্লট মহিলাদের মধ্যে বরাদ্দ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে নতুন শিল্প নগরীর ক্ষেত্রেও নারীদের অগ্রাধিকার ভিত্তিতে প্লট বরাদ্দ দেওয়া হবে। 

শিল্পায়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নের লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। সরকারের পৃষ্ঠপোষকতায় রফতানির ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বে দ্বিতীয় এবং চামড়া শিল্প অষ্টম অবস্থানে রয়েছে। সাভারে চামড়া শিল্প নগরীর কার্যক্রম পুরোদমে শুরু হলে তৈরি পোশাকের মতো চামড়া শিল্পও দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। এসময় বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে অধিক পরিমাণে পণ্য রফতানির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে স্বনির্ভর করতে এসএমই উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

শিল্পমন্ত্রী জানান, এ পর্যন্ত এসএমই ফাউন্ডেশন প্রায় ৬ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া ছাড়াও নারী ও পুরুষ মিলে এক হাজার ১২০ জন উদ্যোক্তাকে স্বল্প সুদে ৫৫ কোটি টাকা ঋণ দিয়েছে। অনুষ্ঠানে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৭ এর জন্য এসএমই ফাউন্ডেশন নির্বাচিত চারজন এবং জাতীয় এসএমই ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতা-২০১৬ এর বিজয়ী তিনজন উদ্যোক্তার হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন শিল্পমন্ত্রী।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম। উল্লেখ্য, এবারের মেলায় সারা দেশ থেকে আসা ২শ’ টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ২শ’ ১৬ টি স্টল রয়েছে। এসব স্টলে পাট, চামড়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হস্তশিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য, হারবাল সামগ্রী, প্লাস্টিক ও সিনথেটিক, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, হালকা প্রকৌশল পণ্য, আইটি পণ্যসহ বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলা এই মেলায় কোনও প্রবেশ ফি নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন