News71.com
 Bangladesh
 15 Mar 17, 07:02 PM
 175           
 0
 15 Mar 17, 07:02 PM

এইডস প্রতিরোধ কার্যক্রম পরিচালনায় নানা বাধা রয়েছে।। চেয়ারম্যান কাজী রিয়াজুল হক 

এইডস প্রতিরোধ কার্যক্রম পরিচালনায় নানা বাধা রয়েছে।। চেয়ারম্যান কাজী রিয়াজুল হক 

নিউজ ডেস্কঃ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রম পরিচালনায় নানা বাধা রয়েছে। সামাজিক নানা কুসংস্কারের ফলে এই ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মানবাধিকার অনেক সময় লঙ্ঘিত হয়। প্রচলিত নানা আইনও রয়েছে, যেগুলো এসব ঝুঁকিপূর্ণ মানুষের অধিকার বাস্তবায়নের অন্তরায়। আজ বুধবার ‘এইচআইভি/এইডসের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মানবাধিকার’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় এইচআইভি/এসটিডি কর্মসূচির (এনএএসপি) যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কাজী রিয়াজুল হক আরও বলেন, বৈষম্যবিরোধী আইনের যে খসড়া আছে, তাতে এইচআইভি/এইডস রোগীদের বিষয় উল্লেখ নেই। আক্রান্ত মানুষদের মানবাধিকার রক্ষায় আইনি রক্ষাকবচ তৈরি করতে হবে। আর এ জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। এনএএসপির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. আকতারুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন এনএএসপির সহকারী পরিচালক তড়িৎ কুমার সাহা, ইউএনএইডস, বাংলাদেশের কর্মসূচি পরামর্শক এস এম নাহিয়ান, মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের ফুরকান হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন