News71.com
 Bangladesh
 15 Mar 17, 06:22 PM
 217           
 0
 15 Mar 17, 06:22 PM

শপথ নিলেন কুষ্টিয়া জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান

শপথ নিলেন কুষ্টিয়া জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান

নিউজ ডেস্ক : শপথ নিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম। বুধবার (১৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে রবিউলকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সারাদেশের জেলা পরিষদগুলোতে নির্বাচন হয়। কিন্তু কুষ্টিয়া জেলা পরিষদে মনোনয়ন জটিলতায় নির্বাচন স্থগিত করা হয়। পরে সেখানে আলাদাভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে বিজয়ী হন রবিউল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন