
নিউজ ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবউন্নয়ন অধিদফতরের ক্রেডিট সুপারভাইজার সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় (৪৪) নিহত হয়েছেন। সাইফুল সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের হোসেন আলীর ছেলে।
আজ বুধবার বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর বাসস্ট্যান্ডে নাটোরগামী ১টি প্রাইভেটকার পিছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।