News71.com
 Bangladesh
 15 Mar 17, 06:10 PM
 165           
 0
 15 Mar 17, 06:10 PM

গণজাগরণ মঞ্চের কর্মী নিলয় হত্যা মামলার প্রতিবেদন দাখিল ১৮।। 

গণজাগরণ মঞ্চের কর্মী নিলয় হত্যা মামলার প্রতিবেদন দাখিল ১৮।। 

নিউজ ডেস্কঃ ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ দিন ধার্য করেছেন।

২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই এ হত্যার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) শাখার নামে বিবৃতি দেয়া হয়। ঘটনার দিন রাতে নিহত নিলয়ের স্ত্রী অজ্ঞাত পরিচয় ৪জনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন