
নিউজ ডেস্কঃ দিনাজপুর চিরিরবন্দর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীররাতে উপজেলার মোস্তফাপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাবিবুর ওই গ্রামের আকাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নাশকতার ৩ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী জানান,৩ নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত হাবিবুর রহমান এতোদিন পালিয়ে ছিলেন। রাতে তিনি বাড়িতে অবস্থান করছেন- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।