
নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে ডলি খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৫) দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২ টায় এ ঘটনা ঘটে। নিহত ডলি ওই গ্রামের কলেজপাড়ার মিনারুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাবুদ্দিন জানান, মঙ্গলবার রাতে মশার কয়েল জ্বালিয়ে ডলি তার স্বামী সন্তানসহ ঘুমিয়ে পড়েন। মশার কয়েলের পাশেই ছিল গ্যাস লাইট। একপর্যায়ে কয়েল জ্বলতে জ্বলতে গ্যাস লাইটের কাছে গেলে তা বিস্ফোরিত হয়ে ডলির গায়ে আগুন ধরে যায়। এসময় তার স্বামী মিনারুল আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে আশপাশের লোকজনকে ডেকে এনে ডলিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে মিনারুলও সামান্য আহত হয়।