
নিউজ ডেস্ক : খুলনা শিপইয়ার্ড লিমিটেডের (খুশিলি) নির্মিত বাংলাদেশ নৌবাহিনীর জন্য লার্জ পেট্রোল ক্রাফট (বানৌজা) এবং সাবমেরিন হ্যান্ডলিং টাগ বোটের (বানৌটা পশুর) লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে খুলনা শিপইয়ার্ডে এ লঞ্চিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান ও খুলনা শিপইয়ার্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান ও সহকারী নৌ প্রধান (এম) রিয়ার অ্যাডমিরাল এম শফিউল আজম(ই) এনইউপি, এনডিসি, পিএসসি। স্বাগত বক্তব্য রাখেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর কাজী কামরুল হাসান। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং খুলনা শিপইয়ার্ড লি. এর কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বানৌজা যুদ্ধ জাহাজের দৈর্ঘ্য ৬৪.২০ মিটার ও প্রস্থ ৯.০০ মিটার। এর আকার-আয়তন অপেক্ষাকৃত কিছুটা ছোট হলেও জাহাজটির সক্ষমতা অধুনাবিশ্বে ব্যবহৃত ‘স্টেট অব দ্য আর্ট টেকনোলজি’ সম্বলিত যুদ্ধ জাহাজের চেয়ে কোনো অংশে কম নয়। এ জাহাজে রয়েছে আধুনিক সামরিক সক্ষমতা যেমন-সার্ফেস টার্গেটের এর বিরুদ্ধে ব্যবহারের জন্য ৭৬ মি.মি এবং ৩০ মি.মি গান, সাবমেরিনের বিরুদ্ধে ব্যবহারের জন্য টর্পেডো লঞ্চার এবং স্বয়ংক্রিয়ভাবে এসব অস্ত্র ব্যবহারের জন্য অত্যাধুনিক সোনার, সার্ভিল্যান্স রাডার ও কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম।