
নিউজ ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে চাচা-ভাতিজার সংঘর্ষে মা ও ছেলেসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।আজ বুধবার (১৫ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার খেকসাহাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার খেকসাহাটা গ্রামের গেদুল্লাহ মন্ডলের ছেলে মনজু মন্ডল ও তার ভাতিজা মোকছেদ আলীর ছেলে ফিজার মন্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। তারই জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় সংঘর্ষে মোকছেদ আলীর স্ত্রী বেলিচা খাতুন (৫০), ছেলে ফিজার মন্ডল (২৭), মোস্তাক হোসেন (৩০), গেদুল্লা মন্ডলের ছেলে খোরশেদ আলম (৬৫), তার ভাই মনজু মন্ডল (৪০), তোজাম্মেল হকের ছেলে আব্দুস ছামাদসহ (৫৫) উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।