News71.com
 Bangladesh
 15 Mar 17, 11:48 AM
 208           
 0
 15 Mar 17, 11:48 AM

প্লট বরাদ্দে অনিয়মের মামলায় আজ দুদকে হাজির হচ্ছেন হাসেমপুত্র রুবেল

প্লট বরাদ্দে অনিয়মের মামলায় আজ দুদকে হাজির হচ্ছেন হাসেমপুত্র রুবেল

নিউজ ডেস্ক : প্লট বরাদ্দে অনিয়মের মামলায় হাজিরা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হচ্ছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেমের ছেলে আশফাক আজিজ রুবেল। বুধবার (১৫ মার্চ) দুপুরে তিনি কমিশনে উপস্থিত হবে জানিয়েছে দুদকের নির্ভরযোগ্য একটি সূত্র। জানাগেছে রুবেল দুদকে হাজির হলে প্লট বরাদ্দে দুর্নীতির ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করবেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ মামলায় দুদকে হাজিরা দিতে গত ৫ মার্চ রুবেলকে নোটিশ পাঠান তদন্ত কর্মকর্তা মির্জা জাহিদুল। নোটিশে তাকে ১৫ মার্চ কমিশনে হাজির হতে বলা হয়। প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিল থানায় আটজনের বিরুদ্ধে ওই মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।

মামলায় রুবেল ছাড়া অন্য সাত আসামি হলেন- এম এ হাশেমের আরেক ছেলে আম্বার প্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও রাজউকের সাবেক পাঁচ সদস্য (অবসরপ্রাপ্ত) এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, রেজাউল করিম তরফদার। এই মামলায় শওকত আজিজ রাসেলকে গত ৯ ফেব্রুয়ারিই গ্রেপ্তার করেছিল দুদক। বর্তমানে তিনি জামিনে আছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাজউকের চেয়ারম্যান থাকাকালে ইকবাল উদ্দিন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাটিয়ে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দুই ভাই রাসেল ও রুবেলকে ২০ কাঠা জমির দু’টি প্লট বরাদ্দ দেন।

সূত্রমতে, সাবেক সংসদ সদস্য হাসেমের ব্যবসায়িক গ্রুপের অধীনে রয়েছে ৬০ টিরও বেশি কোম্পানি। কোম্পানিগুলোর দায়িত্বে আছেন হাসেমের পাঁচ ছেলে। হাসেমের স্ত্রী সুলতানা হাসেম ও পুত্রবধূরাও কোম্পানির পরিচালনা পর্ষদে দাপটের সঙ্গে কাজ করছেন। হাসেম পরিবারের হাতে রয়েছে- সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স ও আইডিএলসি ফাইন্যান্সের মালিকানার অংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন