News71.com
 Bangladesh
 15 Mar 17, 11:11 AM
 209           
 0
 15 Mar 17, 11:11 AM

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকীর বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে উপজেলার অ্যালেঙ্গা রিসোর্টে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে মিল্টন সিদ্দিকী ও তার এক সহযোগীর বিরুদ্ধে ওই নারী কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন।

ধর্ষিতা গৃহবধূ জানান, বেশ কিছুদিন ধরে তার বাবার বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল। মঙ্গলবার সেই বিরোধ নিয়ে নাগবাড়ি ইউনিয়ন পরিষদে সালিসি বৈঠক রয়েছে বলে তাকে জানায় মনির নামে এক ব্যক্তি। মনির তাকে জানায়, তার মা তাকে বৈঠকের জন্য ইউনিয়ন পরিষদে যেতে বলেছেন। মনিরের সঙ্গেই ওই নারী মোটরসাইকেলে করে রওনা দেন।

এসময় মনির তাকে ইউনিয়ন পরিষদে না নিয়ে অ্যালেঙ্গা রিসোর্টে নিয়ে যায়। সেখানে আগে থেকেই হাজির ছিলেন চেয়ারম্যান মিল্টন সিদ্দিকী।পরে মিল্টন তাকে রিসোর্টের একটি কক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে রিসোর্টের সামনের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ফেলে পালিয়ে যান বলে অভিযোগ করেন ওই নারী। স্থানীয়রা পরে ওই নারীকে উদ্ধার করে টাঙ্গাইল টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক রেহেনা পারভীন বলেন, ‘ভিকটিমের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে তার ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’

ধর্ষিতার মা বলেন, ‘জমি নিয়ে সালিস-মীমাংসা করার কথা বলে ইউপি চেয়ারম্যান আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ ধর্ষিতার মায়ের ফোন পেয়ে হাসপাতালে যান নাগবাড়ী ইউনিয়নের এক সদস্য আ. হালিম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিল্টন সিদ্দিকীর বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ এই প্রথম নয়। একই কেলেঙ্কারির জন্য এর আগেও তার বিরুদ্ধে সালিস হয়েছে।’

তবে নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মিল্টন সিদ্দিকী। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ অসত্য একটি অভিযোগ। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি একজন জনপ্রতিনিধি। আমার বিরুদ্ধে এমন খবর রটেছে শুনে আমি বিস্মিত।’ কালিহাতী থানার ওসি খন্দকার আখেরুজ্জামান বলেন, ‘টাঙ্গাইল হাসপাতাল থেকে চিকিৎসাধীন ওই গৃহবধূর অভিযোগপত্র নেওয়া হয়েছে। রাতেই এই ব্যাপারে থানায় মনির ও মিল্টন সিদ্দিকীকে আসামি করে একটি নারী নির্যাতন ও ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।’ মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন