News71.com
 Bangladesh
 15 Mar 17, 10:59 AM
 217           
 0
 15 Mar 17, 10:59 AM

রাজধানীতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মাছ ব্যবসায়ী মাজেদুল ইসলাম নিহত।।

রাজধানীতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মাছ ব্যবসায়ী মাজেদুল ইসলাম নিহত।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মুগদা হাসপাতালের সামনে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মাজেদুল ইসলাম (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে মুগদা হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মাজেদুল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাদ্রা গ্রামের মৃত বজলুল হকের ছেলে। তিনি পরিবারকে নিয়ে মুগদা এশিয়ান স্কুলের সামনের একটি বাসায় ভাড়া থাকেন। তার স্ত্রী রওশন আরা জানান, মাজেদুল মালিবাগে মাছের ব্যবসা করতেন। ভোরে মালিবাগ যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন জানান, মুগদা হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মাজেদুল। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টায় মারা মাজেদুল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ এখন হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন