
নিউজ ডেস্ক : যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে ক্লোজড করা হয়। তবে রাতে আর নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান রাতে জানান, প্রশাসনিক কারণেই ওসি কোতোয়ালীকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এর সঙ্গে অন্য কোনো যোগসূত্র নেই।
উল্লেখ্য এর আগে, গত সোমবার (১৩ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি ও মানবাধিকারকর্মী বিনয় কৃষ্ণ মল্লিক পুলিশের অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। পরে তিনি আটক হন। আর এই ঘটনা চাউর হতেই সদর থানার ওসি ইলিয়াস হোসেনের ক্লোজড হওয়ার গুঞ্জন ওঠে। যদিও গতকাল বিনয় কৃষ্ণ মল্লিককে জামিন দিয়েছেন বিজ্ঞ আদালত ।