News71.com
 Bangladesh
 15 Mar 17, 10:52 AM
 192           
 0
 15 Mar 17, 10:52 AM

আগামী ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচন....

আগামী ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচন....

নিউজ ডেস্ক : পৌরসভায় উন্নীত হওয়ার পর থেকে প্রায় ১৬ বছর ধরে নির্বাচনহীন সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভা। এরইমধ্যে নির্বাচনে তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৫ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ। অবশেষে সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো নির্বাচন হবে জেনে এলাকায় রীতিমতো উৎফুল্ল স্থানীয় বাসিন্দারা।

নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার ফরহাদ আলমের ঘোষণার বরাত দিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৪ মার্চ) অফিস কার্য দিবসের শেষে তফসীলের খবর জানানো হয়। বিস্তারিত বুধবার (১৫ মার্চ) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে। উল্লেখ্য, পৌরসভা হওয়ার পর প্রশাসকের দায়িত্ব পান তফজ্জুল হোসেন। মামলার মাধ্যমে দীর্ঘদিন প্রশাসকের দায়িত্ব চালিয়ে যান তিনি।

গত ২৩ জানুয়ারি উচ্চ আদালতে দায়ের করা বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক মো. তফজ্জুল হোসেনের দু’টি রিট পিটিশন নং-৯০৬/২০১৩ ও ৯৪৪২/২০১৪ খারিজ করে দেন হাইকোর্ট। এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত একটি বেঞ্চের রায়ে অবিলম্বে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন