
নিউজ ডেস্কঃ ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিপুল হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) মধ্যরাতে কালিগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে এই ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে বিপুল নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।
তবে নিহত বিপুলের বাবা ফজলু মন্ডলের অভিযোগ, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ছেলের সঙ্গে অনেক দিন ধরেই দ্বন্দ্ব ছিল একই গ্রামের লিটন ও সোহাগ গ্রুপের। তারাই কুপিয়ে হত্যা করেছে।