News71.com
 Bangladesh
 14 Mar 17, 11:29 PM
 186           
 0
 14 Mar 17, 11:29 PM

নিয়োগ পদ্ধতি সহজ করতে কমিটি গঠন করেছে সরকার

নিয়োগ পদ্ধতি সহজ করতে কমিটি গঠন করেছে সরকার

 

নিউজ ডেস্ক : পদ সৃষ্টি, পদ স্থায়ীকরণ এবং জনবল নিয়োগ পদ্ধতি (রাজস্ব) সহ সমজাতীয় কার্যক্রম আরও সহজ করতে একটি কমিটি গঠন করেছে সরকার।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৪ মার্চ) এ কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। চার সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সমন্বয় ও ব্যবস্থাপনা)। কমিটিতে সদস্য হিসেবে আছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (ব্যয় নিয়ন্ত্রণ/রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান) ও অতিরিক্ত সচিব (বাস্তবায়ন) এবং প্রস্তাব পাঠানো প্রশাসনিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

কমিটি পরীক্ষামূলকভাবে ৬ মাসের জন্য কাজ করবে। কমিটি ৬ মাসের কাজের অভিজ্ঞতার নিরিখে এ সংক্রান্ত পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশসহ একটি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে। কমিটির গঠনের আদেশে বলা হয়েছে, কমিটি প্রশাসনিক মন্ত্রণালয়ের পাঠানো পদ সৃজন, বিলুপ্তকরণ, স্থায়ীকরণ, বা পদনাম পরিবর্তন, পদবী উন্নতিকরণ ইত্যাদি সংক্রান্ত প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষার পর সুপারিশ করে প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠাবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। যে সব পদের বেতন স্কেল ও নিয়োগ যোগ্যতা নির্ধারণের প্রয়োজন সে সব পদের স্কেল ও নিয়োগযোগ্যতা নির্ধারণের জন্য কমিটি অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের প্রস্তাব পাঠাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন