News71.com
 Bangladesh
 14 Mar 17, 09:20 PM
 219           
 0
 14 Mar 17, 09:20 PM

নোয়াখালীতে পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামীর পলায়ন........  

নোয়াখালীতে পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ আসামীর পলায়ন........     

 

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ মো. আইয়ুব নবী (৩৬) নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত ১  আসামি পালিয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সেনবাগ পৌর শহরের প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। আইয়ুব উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে একদল পুলিশ উপজেলার বালিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে আইয়ুব আলী ও তার ভাবী বিবি নূর জাহানকে (৩২) ১২গ্রাম গাঁজাসহ আটক করে। মঙ্গলবার সকালে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলমের আদালতের হাজির করলে আসামিরা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। এসময় আদালত তাদের উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণের জন্যে সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদেরকে অটোরিকশা করে থানায় নিয়ে আসার পথে যানজটের মধ্যে হ্যান্ডকাপসহ আইয়ুব পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ ইত্তেফাককে জানান, আইয়ুবকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে পুনরায় আটক করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন