News71.com
 Bangladesh
 14 Mar 17, 08:46 PM
 207           
 0
 14 Mar 17, 08:46 PM

ফেনীর বহুল আলোচিত চেয়ারম্যান একরাম হত্যার স্বাক্ষ্য দিলেন পুলিশ কনষ্টেবল।।

ফেনীর বহুল আলোচিত চেয়ারম্যান একরাম হত্যার স্বাক্ষ্য দিলেন পুলিশ কনষ্টেবল।।

নিউজ ডেস্কঃ ফেনীর বহুল আলোচিত চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ফেনী মডেল থানার কনষ্টেবল কাজী ইসমাইল স্বাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে এ স্বাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। আগামী ২ এপ্রিল এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।আদালত সূত্রের বরাত দিয়ে জানা যায়, আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে মামলার  আসামিদের জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে হাজির করা হয়। এদিন কনষ্টেবল কাজী ইসমাইলের স্বাক্ষ্যগ্রহণ করা হয়। তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবি আব্দুল মান্নান, মেজবাহউদ্দিন, কামরুল ইসলাম, আহসান কবির বেঙ্গল। এ নিয়ে মোট ২৭ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হলো। এদিন আরো ১৫ থেকে ১৬ জন স্বাক্ষী হাজির হবার কথা থাকলেও তারা হাজির হননি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সভাপতি একরামুল হককে ফেনী সদরের একাডেমী এলাকার অধূনালুপ্ত বিলাসী সিনেমা হলের সামনে হত্যা করা হয়। পরে এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ৫৬ আসামির মধ্যে ৪৫ জন গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২৭ জন ফেনী কারাগারে, ৩ জন কুমিল্লা কারাগারে ও ১৫ জন জামিনে আছেন। বর্তমানে মামলাটির স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ চলছে। আজ মঙ্গলবার আদালতে সকল আসামী হাজির ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন