News71.com
 Bangladesh
 14 Mar 17, 07:34 PM
 201           
 0
 14 Mar 17, 07:34 PM

২৮ মার্চ থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত সংলাপ....

২৮ মার্চ থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত সংলাপ....

নিউজ ডেস্ক : ২৮ মার্চ ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত সংলাপ। সংলাপে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর নতুন সম্পর্কের সঙ্গে এগিয়ে চলা, বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ইস্যু ও যুক্তরাজ্য থেকে সামরিক সরঞ্জাম কেনার ইস্যুর বিষয়ে অগ্রাধিকার পাবে।

মঙ্গলবার (১৪ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি স্যার সাইমন ম্যাকডোনাল্ড সংলাপে অংশ নেবেন।

তিনি আরও জানান, সংলাপে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ২০৩০ সাল পর্যন্ত উন্নয়ন পরিকল্পনা, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর তার প্রভাব, বাণিজ্য, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অবস্থা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা, সন্ত্রাসবাদ নিয়ে কয়েকটি সেশনে আলোচনা হবে। সংলাপে যোগ দিতে একদিন আগে ২৭ মার্চ ঢাকায় আসছেন ম্যাকডোনাল্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন