
নিউজ ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় মাইক্রোবাসের ধাক্কায় মাহতাব উদ্দিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) দিনগত রাত ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহতাব ফেনীর ফুলগাজী উপজেলার গাবতলা পাটোয়ারি বাড়ির ফয়েজ আহাম্মদের ছেলে।
মাহতাবের ভাতিজা কপিল জানান, সোমবার রাতে জেদ্দা শহরে টিউশনি শেষে বাসায় ফিরছিলেন মাহতাব। এসময় এক মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আধঘণ্টা পর পুলিশ এসে মাহতাবকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহতাব সেখানে একটি মসজিদে ইমামতি করতেন। ১৭ মার্চ (শুক্রবার) তার নামাজে জানাজা শেষে জান্নাতুল বাকীতে দাফন করা হবে বলেও জানান তিনি।