News71.com
 Bangladesh
 14 Mar 17, 07:27 PM
 226           
 0
 14 Mar 17, 07:27 PM

নারায়ণগঞ্জে নদী রক্ষার দাবিতে বাপার সমাবেশ.....

নারায়ণগঞ্জে নদী রক্ষার দাবিতে বাপার সমাবেশ.....

 

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যাসহ দেশের সব নদী রক্ষার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। 'নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন কর’ শীর্ষক ব্যানারে বাপার নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সেন্ট্রাল খেয়াঘাটে এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (১৪ মার্চ) বাপার সমাবেশে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, নদী রক্ষার জন্য কেউ যথার্থ কাজ করছে না। হাইকোর্টের নির্দেশও উপেক্ষা করা হচ্ছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন বলেন, বাসাসহ বাজারের ময়লা নদীর পাড়ে ফেলে পানি দূষিত করা হচ্ছে। সিটি করপোরেশনের ড্রেনগুলোর পানি শোধন করে নদীতে ফেলার দাবি জানান তিনি। বাপা’র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য প্রফেসর মোজাম্মেল হক, বাপা নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি নাছিরউদ্দিন মন্টু, সাধারণ সম্পাদক তারেক বাবু, পরিবেশ কর্মী জলিল উদ্দিন, জাহানা বেগমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও নারায়ণগঞ্জ কলেজ রোভার স্কাউটের শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন