News71.com
 Bangladesh
 14 Mar 17, 07:01 PM
 192           
 0
 14 Mar 17, 07:01 PM

ভারতে পাচার হওয়া ৮ কিশোরকে তিন বছর পর বিজিবি কাছে হস্তান্তর করল বিএসএফ

ভারতে পাচার হওয়া ৮ কিশোরকে তিন বছর পর বিজিবি কাছে হস্তান্তর করল বিএসএফ

নিউজ ডেস্ক : ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি কিশোরকে তিন বছর পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩ টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত দেওয়া হয়। 

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির জেলা সমন্বয়কারী কর্মকর্তা এ বি এম মুহিত হোসেন জানান, তিন বছর আগে ওই আট কিশোর দালালের খপ্পরে পড়ে ভারতে পাচারের শিকার হয়। পরে ভারতের বিভিন্ন শহর থেকে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় এনজিও সংস্থা ধুব্র আশ্রম তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরে নাম-ঠিকানা সংগ্রহ করে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পরমিট আইনে ফেরত পাঠায়। ফেরত আসা কিশোররা যদি পাচারকারীকে শনাক্ত করে মামলা করতে চায় তাহলে আইনি সহয়তা করা হবে বলেও জানান তিনি।

ফেরত আসা কিশোররা হলো- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বামতলা গ্রামের ইভাসতুল্লো সরদারের ছেলে আজিবার সরদার (১৪), বাদিলকি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৫) ও ট্যাংরা গ্রামের আকুল ইসলামের ছেলে ওসিকুল ইসলাম (১৬), খুলনার কয়রা উপজেলার ছয় নম্বর কয়রা গ্রামের আবু বক্কর সরদারের ছেলে মাসুম বিল্লাহ (১৬), খালিশপুর উপজেলার কইখালী গ্রামের আবুল জামান শেখের ছেলে ইব্রাহিম শেখ (১৪) ও ইয়াসিন শেখ (১৬), মাহারাজপুর গ্রামের জামাল ফারুকের ছেলে মোজাহিদুল ইসলাম (১৫) এবং আশাশুনি উপজেলার বোদহাটা গ্রামের সোরাব হোসেন গাজীর ছেলে নাইম হোসেন গাজী (১৩)।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তাদের বিজিবির কাছ থেকে নিজেদের জিম্মায় নিয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার বাকি বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন