News71.com
 Bangladesh
 14 Mar 17, 07:00 PM
 199           
 0
 14 Mar 17, 07:00 PM

জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে যৌথ ঘোষণার মধ্য দিয়ে পুলিশ কনফারেন্স সমাপ্ত

জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে যৌথ ঘোষণার মধ্য দিয়ে পুলিশ কনফারেন্স সমাপ্ত

নিউজ ডেস্ক : জঙ্গিবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মতৈক্যে পৌঁছেছে ১৪ দেশের পুলিশ প্রধান ও আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এ লক্ষ্যে তিনদিনের পুলিশ কনফারেন্স শেষে একটি যৌথ ঘোষণা স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা স্বাক্ষরিত হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, যৌথ ঘোষণায় দক্ষিণ এশিয়া অঞ্চল এবং বিশ্বব্যাপী অপরাধের প্রকৃতি চিহ্নিতকরণ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে একটি কৌশল উদ্ভাবনের বিষয় গুরুত্ব পেয়েছে।

এছাড়া, ইন্টারপোলের সদস্য দেশসমূহের মধ্যে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, কাউন্টার টেরোরিজমে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে তথ্য বিনিময়, আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্বের নেতৃস্থানীয় সংস্থার মধ্যে পেশাগত সম্পর্ক বৃদ্ধি, সাইবার ক্রাইম এবং অর্থনৈতিক অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়ানো, আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে অপরাধ দমনে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যৌথ সিম্পোজিয়াম ও প্রশিক্ষণ আয়োজন ইত্যাদি বিষয়গুলো স্থান পেয়েছে কনফারেন্সে।

এর আগে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কনফারেন্সের সমাপনী ঘোষণা করেন। গত রোববার (১২ মার্চ) শুরু হওয়া পুলিশ প্রধানদের এ কনফারেন্সে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশসমূহসহ ১৪ টি দেশের পুলিশ প্রধান এবং ইন্টারপোল, ফেসবুকের প্রতিনিধিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পুলিশ প্রধানরা অংশ নেন। কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ১৪ টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

Comments

মাজহারুল ইসলাম

2024-10-08 12:25:02 AM


আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে প্রতারণার শিকার হয়েছি৷ আমি কি কোনো সহযোগিতা আশা করতে পারি?

নিচের ঘরে আপনার মতামত দিন