
নিউজ ডেস্কঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অভিমান করে ১ কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মৃত. শিউলী আক্তার (১৬)উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রামের ছিদ্দিক খাঁ’র মেয়ে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে শিউলীর সঙ্গে তার ছোট বোনের বাক্বিতণ্ডা হলে তার বাবা উভয়কেই শাসন করেন। এতে শিউলী অভিমান করে সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে আমগাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। রাত ৮ টার দিকে বাড়ির লোকজন শিউলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, বিষয়টি নিহত শিউলীর চাচা লিখিতভাবে তাদেরকে জানিয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।