
নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৈডিমা এলাকায় আজ সকালে ট্রাকচাপায় বাবুল হোসেন (১৫) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে। নিহত বাবুল হোসেন উপজেলার পারকোল গ্রামের মাছ ব্যবসায়ী মকবুল হোসেনের ছেলে। নিহত বাবুল সকালে মাছ বিক্রির জন্য বাজারে যাচ্ছিল। পথে ১ টি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।