News71.com
 Bangladesh
 14 Mar 17, 06:04 PM
 187           
 0
 14 Mar 17, 06:04 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে লক্ষ্মীপুর জনসভায় লাখো মানুষের ঢল।।   

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে লক্ষ্মীপুর জনসভায় লাখো মানুষের ঢল।।   

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে। জনসভাস্থলে ব্যানার-ফেস্টুন সহ জেলা-উপজেলার বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে পুরো মাঠ পরিণত হচ্ছে জনসমুদ্রে। প্রধানমন্ত্রীর ভাষণ শোনার অপেক্ষায় রয়েছেন লাখ লাখ নারী-পুরুষ। কয়েক স্তরের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাঠে প্রবেশ করছেন এসব নেতাকর্মীরা।

আজ বিকেল ৩ টায় স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ২০ বছর পর লক্ষ্মীপুরে দ্বিতীয় বারের মতো সফর করছেন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষন কেন্দ্রসহ ১০টি উন্নয়মূলক প্রকল্পের উদ্ধোধন করবেন। এছাড়া লক্ষ্মীপুর সদর খাদ্য গুদামে ৫০০ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন গুদাম নির্মাণ, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, মজু চৌধুরীর হাটে নৌ-বন্দরসহ ১৭ টির প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন