News71.com
 Bangladesh
 14 Mar 17, 05:52 PM
 182           
 0
 14 Mar 17, 05:52 PM

বিধিমালার গেজেট জারি না করে বিচার বিভাগকে জিম্মি করে রাখা হয়েছে ।। আপীল বিভাগ  

বিধিমালার গেজেট জারি না করে বিচার বিভাগকে জিম্মি করে রাখা হয়েছে ।। আপীল বিভাগ     

নিউজ ডেস্কঃ বিচারকদের চাকুরীর শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট জারি না করায় ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়, প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। বিধিমালার গেজেট জারি না করে বিচার বিভাগকে জিম্মি করে রাখা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৮ বিচারপতির বেঞ্চে আজ মঙ্গলবার এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বিধিমালার গেজেট জারি করতে আবারো সময় চান। অ্যাটর্নি জেনারেল সময়ের আবেদন উপস্থাপন করলে আপিল বিভাগ উপরোক্ত মন্তব্য করে। আদালত বলে, দেশে কি কোন সরকার আছে? বিধিমালার গেজেট জারি করতে আর কতদিন সময় প্রয়োজন? রাষ্ট্রের ত একটি 'ফেয়ার প্লে'র বিষয় রয়েছে। এরপর আদালত সরকারকে গেজেট জারি করতে আবারো ২ সপ্তাহের সময় দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন