
নিউজ ডেস্ক : বেসরকারি এনআরবি ব্যাংকের চেয়ারম্যান শরাফত আলীকে দুপুরে ব্যাংকের একটি দূর্নীতির মামলা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ মার্চ) বিষয়টি জানিয়ে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, এনআরবি ব্যাংকের একটি দূর্নীতির মামলা রয়েছে। সেই মামলার তদন্তের জন্য দুপুরে তার জবানবন্দি নেওয়া হবে। এজন্য কমিশনের পক্ষ থেকে তাকে দুদকে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।