
নিউজ ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মোটর মালিক গ্রুপের সাবেক সভাপতি ফরহাদ হোসেন চৌধুরী (৬৫) ও তার গৃহপরিচারিকা রুপালী বেগম (২১) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (১৩ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের ফকিরপাড়ার দৌলা গ্রামে কাদেরিয়া মোহাম্মদিয়া খানকা শরিফে এ হত্যাকান্ডে ঘটনা ঘটে। নিহত ফরহাদ দৌলা গ্রামের মৃত আমিনুল হক চৌধুরীর ছেলে। দিনাজপুর পৌর বিএনপি ও মোটর মালিক গ্রুপের সাবেক সভাপতি। নিহত রুপালি পাবনাপাড়া গ্রামের হোসেন আলীর মেয়ে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ জানান, এলাকাবাসীর খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি নিহত দু’জনের বুকের বাম পাশে গুলি ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে হত্যাকান্ড ঘটেছে তা জানা বা বোঝা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মার্চ) ময়নাতদন্তের জন্য দু’জনের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ফরহাদ বিগত দিনাজপুর পৌরসভা নির্বাচন করে বিএনপির প্রার্থিতা নিয়ে লড়াই করে পরাজিত হয়েছিলেন।