
নিউজ ডেস্ক : নীলফামারীতে দেড় ঘন্টার আগুনে ১২ টি পরিবারের অন্তত ৩৩ টি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মানিক চন্দ্র রায়ের রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। নীলফামারী ফায়ার স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।