News71.com
 Bangladesh
 14 Mar 17, 11:20 AM
 208           
 0
 14 Mar 17, 11:20 AM

রাজশাহীর বাগমারায় আরও এক জেএমজেবি সদস্য আটক।।

রাজশাহীর বাগমারায় আরও এক জেএমজেবি সদস্য আটক।।

 

নিউজ ডেস্কঃ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) তালিকাভুক্ত আরেক সদস্যকে রাজশাহীর বাগমারা থানার পুলিশ আটক করেছে। আটক হওয়া জঙ্গি হলেন উপজেলার যোগিপাড়া ইউনিয়নের শান্তপাড়া গ্রামের জয়নাল আলীর ছেলে আবদুল কুদ্দাস (৪০)। তাঁর বিরুদ্ধে জঙ্গি সংশ্ষ্টি একাধিক মামলা রয়েছে। বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, জঙ্গি বিরোধী চলমান অভিযানের অংশ হিসাবে গতকাল সোমবার রাত থেকে পুলিশের কয়েকটি দল এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে আজ মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে জঙ্গি কুদ্দুসকে আটক করা হয়। তিনি জেলা পুলিশের বিশেষ শাখার জেএমজেবির তালিকাভুক্ত সদস্য। তাঁর বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে ২০০৫ সালের ২৪ জানুয়ারি পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৬৪ জন জঙ্গির সঙ্গে তাঁকে পুলিশ আটক করেছিল।

স্থানীয় লোকজন জানান, ২০০৪ সালে রাজশাহী অঞ্চলে বাংলা ভাই বাহিনী তৎপরতা শুরু করলে খয়ের উদ্দিন অন্যদের সঙ্গে বাহিনীর সঙ্গে যোগ দেন। তিনি বাংলা ভাইয়ের সঙ্গে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছিলেন।বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করার পর সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবয়ছে। গত ৪ দিনে বাগমারা থানার পুলিশ জঙ্গি বিরোধী অভিযানে মোট ৮ জন জঙ্গিকে আটক করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন