
গৌতম কুমার মন্ডল ,শ্যামনগর (সাতক্ষীরা) থেকে : সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসাবে পরিচিত। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ৬ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। সুন্দরবনকে ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে। সুন্দরবনে জালের মত ছড়িয়ে রয়েছে অসংখ্য নদ-নদী। বনভূমিটিতে ২৬০ প্রজাতির পাখি, রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিন, কুমির ও ডলফিনসহ অসংখ্য প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত।
উপকূলীয় অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীকে প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা করতে সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় জরগনের জীবিকা নির্বাহের প্রধান উৎস হিসেবে ও কাজ করে থাকে। বর্তমানে বিভিন্ন কারনে সুন্দরবনের জীববৈচিত্র হুমকির সম্মুখীন। এমতাবস্থায় স্থানীয় জনগনের জন্য ইকো ট্যুরিজমকে জীবিকা নির্বাহের উৎস হিসেবে প্রতিষ্ঠিত করে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে ত্বরান্বিত করতে পারে।
অপরুপ সম্ভবনার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হলে সম্বনিত সকলের প্রচেষ্টার ও সরকারের সদয় দৃষ্টিতেই সম্ভব। উপকূলীয় এলাকার সুন্দরবনের উপর নির্ভিরশীল বনজীবিরা মাছ, কাঁকড়া, মধু,গোল পাতা ও কাঠ কেটে জীবন জীবিকা নির্বাহ করতো, যে সকল বনজীবিরা সুন্দরবন সুরক্ষায় বিকল্প পেশা হিসাবে ট্যুরিজমের মাধ্যামে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে বলে সকলের বিশ্বাস।