News71.com
 Bangladesh
 14 Mar 17, 12:10 AM
 195           
 0
 14 Mar 17, 12:10 AM

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ৪ টি বসতবাড়ি ভষ্মীভূত,সরকারি সহায়তা প্রদান।।

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ৪ টি বসতবাড়ি ভষ্মীভূত,সরকারি সহায়তা প্রদান।।

 

নিউজ ডেস্কঃ নওগাঁর মান্দা উপজেরায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ টি বসতবাড়ি ভষ্মীভূত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ নুরল্লাবাদ গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুরে গ্রামের কুবাদ আলীর রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসি চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। নিয়ামতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও কুবাদ আলী, আকবর আলী, আব্দুল কাইয়ুম ও মিজানুর রহমানের বাড়ি ভষ্মীভূত হয়। 

এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবি করেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও নুরুজ্জামান জানান, খুব দ্রুত ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা প্রদাণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন