News71.com
 Bangladesh
 14 Mar 17, 12:10 AM
 213           
 0
 14 Mar 17, 12:10 AM

কুমিল্লার মেঘনায় পাহারাদারকে বেধে নগদ টাকাসহ ৫২ ভরি স্বর্ণ লুট।।

কুমিল্লার মেঘনায় পাহারাদারকে বেধে নগদ টাকাসহ ৫২ ভরি স্বর্ণ লুট।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজারে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। মার্কেটের পাহাড়াদারকে হাত-পা বেধে ডাকাত দলের সদস্যরা নগদ সারে ৩ লাখ টাকা এবং ৫২ ভরি স্বর্ণলংকা লুট করে নিয়ে যায়। আজ সোমবার পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের দারোয়ান কে আটক করেছ। পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা জানান, উপজেলার রামপুরি বাজারে স্বর্ণ মর্কেটে অস্ত্রধারী ৭/৮ জনের ডাকাত দল গভীর রাতে মার্কেটে গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে দারোয়ান রনি মিয়াকে হাত-পা বেঁধে ফেলে। তখন ডাকাত দলের সদস্যরা স্বপ্না স্বর্ণ শিল্পালয়, রেখা জুয়েলার্স, পাপড়ি জুয়েলার্সসহ ৬টি দোকানের সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। 

এ সময় তারা ৬টি দোকান থেকে নগদ সারে তিন লাখ টাকা এবং ৫২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর দারোয়ান চিৎকার করলে দোকানের ব্যবসায়ীরা এগিয়ে আসে। মেঘনা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল আসে।  এ ঘটনার খবর পেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেঘনা থানা ওসি সামছুদ্দিন বলেন, রামাপুর বাজারে স্বর্ণ মার্কেটে যে ডাকাতির ঘটনাটি ঘটেছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে ডাকাতির ঘটনায় যারা জড়িত তদেরকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে একটি ডাকাতির মামলা নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন