
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ শহর থেকে ব্যাংকের টাকা আত্মসাৎ মামলায় জাকির হোসেন (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (১৩ মার্চ) বিকেলে শহরের বাবুরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকির হোসেন শহরের বাবুরাইল এলাকার কুতুবউদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহাগ হোসেন জানান, ব্যাংকের টাকা আত্মসাৎ করার মামলায় কিছুদিন আগে নারায়ণগঞ্জের একটি আদালতে এক বছরের সাজা হয় জাকির হোসেনের। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় এসেছেন এমন সংবাদের ভিত্তিতে বিকেলে তাকে গ্রেফতার করা হয়।