
নিউজ ডেস্ক : সুনমাগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার (১৩ মার্চ)। এদিন দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় মাঠের লড়াইয়ে থাকছেন আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা ও স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন। ইসির সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার (১৪ মার্চ) ওই আসনের উপনির্বাচনের প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পেয়েই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় যেতে পারবেন।
নির্বাচনী আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হবে। এ উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। এক্ষেত্রে ২৮ মার্চ মধ্যরাত ১২ টার পর আর কোনো প্রচারণা চালানো যাবে না। স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী কুয়েত প্রবাসী ব্যবসায়ী। এছাড়া তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের কুয়েত শাখার নেতা। গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্ত মারা গেলে এই প্রবাসী ব্যবসায়ী দেশে ফেরেন। দিরাই উপজেলার শরীফপুর গ্রামে তার বাড়ি।
জানা যায়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টির শেখ মো. জাহির আলী ও জাসদের (ইনু) প্রার্থী আমিনুল ইসলাম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ওই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গেই লড়তে হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী সুরঞ্জিত প্রতীক । নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৪শ’ ৩০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২শ’ ২৮ জন আর নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২শ’ ২ জন। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের নির্বাচনী এলাকা। ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনের ১শ’ ১০ টি ভোটকেন্দ্রের ৫শ’ ২ টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।