
নিউজ ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারত-বাংলাদেশের মধ্যে এক বিশাল সুরঙ্গের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের দিঘলকোন গ্রাম সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের ১০৮৯ নম্বর পিলারের কাছে এ সুরঙ্গের সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে বকশীগঞ্জ থানায় কর্নঝোড়া বিওপির ইনচার্জ নায়েব সুবেদার নুরুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানিয়েছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
গতকাল রোববার (১২ মার্চ) সুরঙ্গটি দেখার পর থেকে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে সীমান্তে বিজিবি সংখ্যা বাড়ানো হয়েছে। শেরপুর বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনিছুর রহমান জানান, সুরঙ্গটি জামালপুর জেলার সীমানায় হলেও প্রশাসনিকভাবে এটি শেরপুর বিজিবি’র আওতায়।
তিনি আরো জানান, রোববার সুরঙ্গটির সন্ধান পায় বিজিবির কর্ণঝোড়া ক্যাম্পের সদস্যরা। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিএসএফএর সঙ্গে যোগাযোগ করা হয়।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের দিঘলকোন গ্রামের ১০৮৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছের এ সুরঙ্গটি প্রায় ২০ মিটার লম্বা। ভারতীয় অংশ থেকে এটি খনন করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ সুরঙ্গের মাধ্যমে কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে অনায়াসে ভারত ও বাংলাদেশে যাতায়াত করা যায়।
ভারত থেকে গরু আনার কাজে সুরঙ্গটি ব্যবহৃত হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে টহলও। স্থানীয়দের দাবি, বকশীগঞ্জের এ অঞ্চল দিয়ে প্রতিনিয়তই অবৈধভাবে ভারত থেকে গরু আনা হয়। নিরাপদ রুট হিসেবে এ পাহাড়ি অঞ্চল ব্যবহার করছে চোরা কারবারীরা।