News71.com
 Bangladesh
 13 Mar 17, 08:01 PM
 160           
 0
 13 Mar 17, 08:01 PM

সিলেটে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

সিলেটে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে শিউলী বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিউলী সুলেমান আহমদের স্ত্রী ও পাশ্ববর্তী চাল্লাইন গ্রামের সৌদি প্রবাসী সিরাজ উদ্দিনের মেয়ে। এ ঘটনায় নিহতের শ্বাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও স্বামী পলাতক রয়েছেন। নিহতের পরিবার সূত্র ও পুলিশ জানায়- প্রায় ৬ মাস আগে সুলেমান আহমদের সঙ্গে শিউলী বেগমের বিয়ে হয়। সোমবার দুপুরে শিউলি গুরুতর অসুস্থ বলে তার বাবার বাড়িতে খবর পাঠানো হয়।

অন্যদিকে গুরুতর অবস্থায় স্ত্রীকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় তার স্বামী সুলেমান। বাবার বাড়ির লোকজন হাসপাতাল গিয়ে শিউলির মরদেহ দেখতে পান। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, স্ত্রীকে নির্যাতন করে হত্যার পর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে কৌশল সটকে পড়ে সুলেমান।

খবর পেয়ে পুলিশ শিউলির মরদেহ হাসপাতাল থেকে উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান নিহতের চাচী সাজিদা বেগম। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের শ্বাশুড়ি মারিয়া বেগমকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন