
নিউজ ডেস্ক : ১৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সেতুর টোলপ্লাজায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে। আজ সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২ টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সেতু কর্তৃপক্ষ বিআরটিএর রেজিস্ট্রেশন অনুযায়ী নতুন সফটওয়ারে টোল আদায় করছেন। এতে আগের চেয়ে টোলের হার বৃদ্ধি পাওয়ায় চালকদের বোঝাতে সময় লাগে। এ কারণেই রোববার (১২ মার্চ) বিকেল থেকেই যানজটের সৃষ্টি হয়। রাতভর পুলিশী তৎপরতায় সকালের দিকে যানজট কিছুটা কমে আসে। তবে সেতুর পূর্বপারে যানজট রয়েই গেছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ওয়াসিম শেখ জানান, সেতুর টোল বাড়ানো হয়নি। তবে নতুন ঠিকাদারী কোম্পানি কম্পিউটার নেওয়ার্ক সিস্টেম (সিএনসি) কর্তৃপক্ষ রোববার থেকে বিআরটিএর রেজিস্ট্রেশন সফটওয়ারের মাধ্যমে টোল আদায় করছেন। এতে ব্লু-বুক অনুযায়ী চালকেরা যে টোল দিতেন রেজিস্ট্রেশন অনুযায়ী তার চেয়ে কিছু বেশি দিতে হচ্ছে।