News71.com
 Bangladesh
 13 Mar 17, 07:55 PM
 169           
 0
 13 Mar 17, 07:55 PM

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় নারী নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় নারী নিহত

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় ট্রাকচাপায় শিউলী খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) সকাল ১১ টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার পাটধারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিউলি সলঙ্গা পাটধারী গ্রামের মোতাহার হোসের স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে স্থানীয় মাদ্রাসায় অধ্যয়নরত সন্তানকে দেখতে যাচ্ছিলেন শিউলি। পথে পাটধারী এলাকায় রাস্তা পর হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মরদেহ পরিবারের লোকজন নিয়ে যান। এ ঘটনায় দুপুরে নিহত শিউলীর ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন