
নিউজ ডেস্ক : ভোলায় ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় মামুন (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে ভোলা-ভেদুরিয়া সড়কের মাঝিরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মামুন ভেদুরিয়া পাঁচ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, দুপুরে মায়ের সঙ্গে মাঝিরহাট মোড়ে রাস্তা পার হচ্ছিলো মামুন। এসময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয়রা মামুনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।